
গ্রেফতার এমপি ছানোয়ার হোসেন
রাজধানীর ভাটারা থেকে টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।
গ্রেফতার অন্য দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারী এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ভাটারা থানা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার জে ব্লকের ৯ নম্বর রোডে সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় ১৯ ডিসেম্বর বাদী হয়ে তিনি ভাটারা থানায় একটি মামলা করেন।
এর মধ্যে গ্রেফতার সালাউদ্দিন সালেক এ মামলায় এজাহারনামীয় এবং এমপি ছানোয়ার হোসেন ও আবু মুসা মামলার সন্দেহভাজন আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।