Apan Desh | আপন দেশ

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা ৫ দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের মিরপুর থানার এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকারের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এরপর বিচারক রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার মিরপুরে গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট। আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ।

ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়