Apan Desh | আপন দেশ

আতিকুলসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আতিকুলসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ছবি: আপন দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও মহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন, প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুর ইসলাম, আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার মইনুল করিম, সাইমুম রেজা।

আতিকুল ইসলাম ছাড়া অপর পাঁচ আসামি হলেন, রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং মো. বশির উদ্দিন।

এদিন দুপুরে সাবেক মেয়কে ট্রাইব্যুনালে আনা হয়। আর বাকি পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয় সকালে।

প্রসিকিউশন থেকে ছয় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আরজি জানানো হয়। শুনানি নিয়ে ওই আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়