
এটিএম আজহার।
এটিএম আজহারের রিভিউ শুনানি আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি কাল কার্যতালিকার প্রথমেই থাকবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আজহারের পক্ষে আইনজীবী এহসান এ সিদ্দিকি শুনানি করেন।
আরও পড়ুন>>>জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগও এ রায় বহাল রাখে। পরে ২০২০ সালের ১৯ জুলাই তিনি খালাস চেয়ে রিভিউ আবেদন করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।