Apan Desh | আপন দেশ

ছিনতাই প্রতিরোধে ঢাকাবাসীর সহযোগিতা চান ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ছিনতাই প্রতিরোধে ঢাকাবাসীর সহযোগিতা চান ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ছিনতাই প্রতিরোধে ঢাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি সংলগ্ন নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ সহযোগিতা চান।

ডিএমপি কমিশনার বলেন, এখন একটা ঘটনার সঙ্গে সঙ্গে ভিডিও করে। আগে যে প্রতিরোধের চেষ্টা করতো এখন সেটা চোখে পড়ে না। ওই লোকটা যে বিপদে পড়েছে তার সাহায্যে এগিয়ে না গিয়ে ভিডিও করে। তাই আমি অনুরোধ করি আসেন, সবাই প্রতিরোধ গড়ে তুলি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি ব্যবহার করে যারা ছিনতাই করে তাদের অনুসন্ধান এবং চেক করছি। ছিনতাইকারীরা যাতে ধরা পড়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চিহ্নিত যেসব সন্ত্রাসী আছে তাদের আমরা এই অভিযানের মাধ্যমে আটক করবো। তবে সব ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

আরও পড়ুন<<>> দুই ঘণ্টার চেষ্টায় জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

পাড়া-মহল্লায় চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে ছিনতাইয়ের প্রশ্নে তিনি বলেন, আপনারা দেখবেন, ঢাকা শহরে ক্রাইম এগেনেস্ট প্রপার্টির মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে ছিনতাই করা। কারণ হলো একটা চাপাতি আর দুই তিনজন মিলে চাপাতিটা ধরে ছিনতাই করে ফেলে।

রামপুরায় সোনা ব্যবসায়ীকে গুলি করার বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি আগামীকালের মধ্যেই আপনাদের একটা ভালো খবর দিতে পারবো। ভালো কাজ হচ্ছে হোপফুলি কালকে ভোটার ডিটেকশন হয়ে যাবে ইনশাল্লাহ।

উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে ঝুলিয়ে পেটানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমি কোনোভাবেই ঢাকাবাসীকে আইন নিজের হাতে তুলে নিতে বলছি না। আমি যেটা বলছি, সম্মিলিতভাবে আমরা একটা প্রতিরোধ সৃষ্টি করি এবং আমাদের যে বিভিন্ন ল’ ইনফোর্সিং এজেন্সির লোকা আছি, রাস্তায় কাজ করছে, আপনারা তাদের হাতে তুলে দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়