
ছবি: আপন দেশ
হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব বলেছেন, স্বাধীন বিচার বিভাগই পারে সংবিধানে থাকা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও ল' রিপোর্টার্স ফোরামের যৌথ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সহযোগিতা করে সুইডিশ অ্যাম্বাসি ও ইউএনডিপি।
বিচারপতি ফারাহ মাহবুব বলেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রধান বিচারপতির প্রস্তাবিত আইনি সংস্কার রোডম্যাপ বাস্তবায়নে ল' রিপোর্টার্স ফোরামকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিচার বিভাগকে শক্তিশালী ও স্বাধীন রাখা জরুরি। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার কার্যকর করতে হলে বিচার বিভাগের নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুন>>>দৈনিক প্রায় ২ কোটি টাকা চাঁদা তুলতেন এনায়েত উল্লাহ, বিদেশ যেতে নিষেধাজ্ঞা
র্মশালায় প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথি ছিলেন—ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফ্যান লেলার, সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান।
তারা বলেন, বিচারব্যবস্থার স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় প্রস্তাবিত আইনি সংস্কার রোডম্যাপ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে ইউএনডিপি ও সুইডেন দূতাবাস একযোগে কাজ করছে।
কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। দিনব্যাপী এ আয়োজনে বক্তব্য দেন—সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন, এনআইএমসি পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ ড. কাবিল খান।
এছাড়া উপস্থিত ছিলেন—এলআরএফের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম, এনআইএমসি পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মারুফ হোসেন।
কর্মশালায় বক্তারা আইন ও গণমাধ্যমের ভূমিকা, স্বাধীন বিচারব্যবস্থা ও আইনি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।