Apan Desh | আপন দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাখাল রাহার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ৩ মার্চ ২০২৫

আপডেট: ১৫:০৮, ৩ মার্চ ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাখাল রাহার বিরুদ্ধে মামলা

রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান

ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (০৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি মামলা করেন। 

বাদীপক্ষের আইনজীবী মো. জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আগামী ২২ মে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

আরও পড়ুন>>>সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। সে মোতাবেক সোমবার আদালতে এসে মামলার আবেদন করলেন সাজ্জাদ হোসেন।

মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিকে গ্রেফতার এবং সাক্ষীদের তলব করে ইসলাম ধর্মে বিশ্বাসীদের পক্ষে সুবিচার নিশ্চিতের প্রার্থনা করেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়