
ছবি : আপন দেশ
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের দুই এমপি এম এ মালেক ও আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। উভয়ের বিরুদ্ধেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার সাথে সম্পর্কিত মামলা রয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর থেকে সাবেক এমপি এম এ মালেককে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।
তিনি বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক এমপি এম এ মালেককে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার (৫ মার্চ) রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হবে বলেও জানান শাহীনূর কবির।
গ্রেফতারকৃত এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক এমপি এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়া থানা এলাকায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
অপরদিকে বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আফতাব উদ্দিন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।
আফতাব উদ্দিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলা তদন্তাধীন। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে আফতাব উদ্দিন সরকারকে আদালতে নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।