Apan Desh | আপন দেশ

বিচার বিভাগের দুর্নীতি তুলে ধরার আহবান অ্যাটর্নি জেনারেলের 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৫৫, ৮ মার্চ ২০২৫

আপডেট: ২১:০৬, ৮ মার্চ ২০২৫

বিচার বিভাগের দুর্নীতি তুলে ধরার আহবান অ্যাটর্নি জেনারেলের 

ছবি: আপন দেশ

বিচার বিভাগের দুর্নীতি উন্মোচনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, ল’ রিপোর্টার্স ফোরাম আইন সংক্রান্ত প্রতিবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে তারা বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে যে ভূমিকা রেখেছে, আগামীতেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি। এতে যতই ঝড়ঝাপটা আসুক তারা এগিয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের অফিস ও আইনজীবী সমিতি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।  

শনিবার (০৮ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে ল’ রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যতই বাধা আসুক, সাংবাদিকরা সাহসের সঙ্গে এগিয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের অফিস ও আইনজীবী সমিতি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ। ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন ও নজরুল ইসলাম মিঠু, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ- জামান ও মাশহুদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা ও হাবিবুর রহমান প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন ফোরামের অর্থ সম্পাদক মনজুন হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মেহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, কার্যনিবাহী সদস্য আরাফাত মুন্না প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়