Apan Desh | আপন দেশ

মাগুরার সেই শিশুর পক্ষে তারেক রহমানের নির্দেশে আইনজীবী নিয়োগ

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৪৬, ৯ মার্চ ২০২৫

মাগুরার সেই শিশুর পক্ষে তারেক রহমানের নির্দেশে আইনজীবী নিয়োগ

ছবি: আপন দেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশু এবং তার পরিবারকে সব েধরনের আইনি সহযোগিতার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল নিয়োগ করা হয়েছে।

রোববার (০৯ মার্চ) বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আইনি সহায়তার জন্য মাগুরা কোর্টের ৫ আইনজীবীকে নিয়ে সেল গঠন করা হয়েছে।

আরওপড়ুন<<>>ধর্ষণের ঘটনায় মহিলা দলের প্রতিবাদ র‌্যালি কাল

নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার সব ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আইনি সহায়তার জন্য সেল গঠন করে দিলেন।

এ সময় অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, রোকনুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়