Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ১০ মার্চ ২০২৫

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে রিট

রিটকারী আইনজীবী ব্যারিস্টার ফারুক।

রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির মাধ্যমে শপথ পাঠ করানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়জীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারুক এ রিট আবেদন করেন।

রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায়ও এটি প্রচলিত। কিন্তু বাংলাদেশে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। যা বিচার বিভাগের ভূমিকা উপেক্ষা করে রাষ্ট্রের তিন বিভাগের ভারসাম্য নষ্ট করছে।

আবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন—এটাই সংবিধানের নির্দেশনা। বিচার বিভাগের মর্যাদা ও ভারসাম্য রক্ষায় এটি পুনর্বহাল করা প্রয়োজন।

আরও পড়ুন>>>চৌধুরী আলম গুম: মায়া-জিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

৭২ সালের সংবিধানে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য ও প্রধান বিচারপতির মর্যাদা সুরক্ষার প্রশ্নে শপথ ও ঘোষণার তৃতীয় তফসিলে বলা হয়েছিলো—রাষ্ট্রপতি, স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ প্রধান বিচারপতি কর্তৃক পরিচালিত হইবে। এগুলো আইনবিভাগ ও শাসন বিভাগের সাথে বিচার বিভাগের ভারসাম্যপূর্ণ নীতি। যা সংবিধান প্রণয়নের সময়ই চূড়ান্তভাবে নির্ধারিত। আবেদনে ৭২ সালের সংবিধানে এ বিধান প্রতিস্থাপন চাওয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়