Apan Desh | আপন দেশ

এমবিবিএস-বিডিএস ছাড়া ‘ডাক্তার’ পদবি নিষিদ্ধ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:৪৮, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৭:১৫, ১২ মার্চ ২০২৫

এমবিবিএস-বিডিএস ছাড়া ‘ডাক্তার’ পদবি নিষিদ্ধ: হাইকোর্ট

হাইকোর্ট। ফাইল ছবি

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না। এ রায় দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (১২ মার্চ) আদালত এ রায় দেন।

হাইকোর্ট জানিয়েছেন, যারা এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়াই এতদিন ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। তবে ১৩ মার্চ থেকে কেউ আইন ভঙ্গ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

‘ক্ষমতার সবরকম অপব্যবহার করেছেন তুরিন আফরোজ’

রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়