
বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। তার স্ত্রী সোমা ইসলাম। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের মাধ্যমে তাদের নিজেদের নামে ও পরিবারের অন্যদের নামে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান চলছে।
আরও পড়ুন>>>সচিবালয়-যমুনা-শাহবাগে মিছিল-গণজমায়েত নিষিদ্ধ
আবেদনে দুদক বলেছে, সাফিনুল ইসলাম ‘বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে’ জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তিনি ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।
মেজর জেনারেল সাফিনুল ইসলাম ২০১৮ সালের ২৮ মার্চ বিজিবি মহাপরিচালক হিসেবে যোগদান করেন। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বিজিবি মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।