Apan Desh | আপন দেশ

‘আবরার হত্যার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো’

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৬:২০, ১৬ মার্চ ২০২৫

‘আবরার হত্যার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি যে ধারণা, এ রায়ের মাধ্যমে সে ধারণা প্রতিষ্ঠিত হলো।

রোববার (১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

আরওপড়ুন<<>>রায় দ্রুত কার্যকর চান আবরার ফাহাদের বাবা

তিনি আরও বলেন, আজকের রায়ের মধ্য দিয়ে সমাজে এ বার্তা গেল যে, আপনি যত শক্তিশালী হন না কেন। আপনার পেছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। ন্যায় বিচার হবেই।

মো. আসাদুজ্জামান বলেন, আবরার ফাহাদের মৃত্যু এটাই প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে যে, ফ্যাসিজম যত শক্তিশালীই হোক। মানুষের মনুষত্ববোধ কখনও কখনও জেগে উঠে সব ফ্যাসিজমকে ভেঙে দুমড়ে-মুচড়ে দিতে পারে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়