Apan Desh | আপন দেশ

জ্বালানি সচিব-তিতাস এমডিকে আদালত অবমাননার নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ১৮ মার্চ ২০২৫

জ্বালানি সচিব-তিতাস এমডিকে আদালত অবমাননার নোটিশ

ফাইল ছবি

আদালতের আদেশ অমান্য করায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের গ্যাস সংযোগ পুনঃস্থাপন না করলে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে ক্যাপিটাল বোর্ড মিলসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। কিন্তু তিতাস গ্যাস ৫ মার্চ সংযোগ বিচ্ছিন্ন করে। যা আদালতের আদেশ লঙ্ঘন। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পাশাপাশি ৭০০ কর্মী কর্মহীন হয়ে পড়েন। ফলে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের (এনসিটিবি) জন্য কাগজ সরবরাহে ব্যাঘাত ঘটে।

১৩ মার্চ ক্যাপিটাল বোর্ড মিলস কর্তৃপক্ষ তিতাস গ্যাসকে লিখিতভাবে সংযোগ পুনঃস্থাপনের অনুরোধ জানায়, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায়, ২৪ ঘণ্টার মধ্যে সংযোগ পুনরায় চালু করতে বলা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়