Apan Desh | আপন দেশ

গণঅভ্যুত্থান নিয়ে তৈরি চলচ্চিত্র প্রদর্শনীর নির্দেশনা চেয়ে রিট

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ১৮ মার্চ ২০২৫

গণঅভ্যুত্থান নিয়ে তৈরি চলচ্চিত্র প্রদর্শনীর নির্দেশনা চেয়ে রিট

ফাইল ছবি।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তৈরি চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’র বিশেষ প্রদর্শনী অনুমোদন না দেয়ার ঘটনায় রিট দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত  হোসেন বেলালের পক্ষে এ রিট আবেদন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন  চৌধুরী। 

রিটে তিনদিনের মধ্যে ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এ সংক্রান্ত বিষয়টি উপস্থাপন করা হলে শুনানির জন্য বুধবার (১৯ মার্চ) দিন ঠিক করেন হাইকোর্ট।

আরওপড়ুন<<>>সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ জন আইনজীবী

মঙ্গলবার (১৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করেন। আদালতে আজ বিষয়টি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন  বোর্ড ২০২৪ সালের ৩০ ডিসেম্বর চলচ্চিত্রটির পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু অদ্যাবধি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ স্বৈরাচারীর প্রেতাত্মারা সার্টিফিকেশন সনদপত্র ইস্যু করছেন না। এরপরে চলচ্চিত্র প্রদর্শনীর অনুমোদনে আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি পরপর দুবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কিন্তু এ বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় আমরা রিট আবেদন করি।

প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়ে়ত হোসেন বেলাল বলেন, বাংলার জমিনে এবং বাঙালি জীবনে এক অভূতপূর্ব ঘটনা আগস্ট ২০২৪। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও অনিবার্য আন্দোলনের ঘটনাবলির প্রেক্ষাপটে রেড পোস্ট ক্রিয়েশনের ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’। ২০২৪ আন্দোলনে ছাত্র-জনতার বীরত্ব ও তার ইতিবৃত্ত এ চলচ্চিত্রে উপস্থাপন করা হয়েছে।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়