
ফাইল ছবি
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে (ইসি) দ্রুত এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান। শুনানিতে ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধানও উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন শর্ত মানতে ব্যর্থতার অভিযোগে জাগপার নিবন্ধন বাতিল করে। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। ইসির গেজেটে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী জাগপা নিবন্ধনের শর্ত প্রতিপালনে ব্যর্থ হয়েছে।
নিবন্ধন বাতিলের পর জাগপা হাইকোর্টে রিট করে। আদালত রুল জারি করে, যা চূড়ান্ত শুনানি শেষে যথাযথ ঘোষণা করা হয়।
আরও পড়ুন>>>গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল
২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে জাগপা নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। দলটির প্রতীক হিসেবে বরাদ্দ দেয়া হয় ‘হুক্কা’। হাইকোর্টের রায়ের ফলে দলটি এখন আবার নির্বাচন কমিশনের তালিকায় ফিরে আসবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।