Apan Desh | আপন দেশ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৪৬, ২২ মার্চ ২০২৫

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করে জনজীবনে ত্রাস সৃষ্টি ও পুলিশের উপর হামলা করা হয়। এতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৭ সদস্যের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার, মাহফুজুল হাসান।

এর আগে, আৃসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) উপ-পরিদর্শক মো. শাহীনুর রহমান প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়