Apan Desh | আপন দেশ

নারী সাংবাদিককে শ্লীলতাহানি, ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ৪ এপ্রিল ২০২৫

নারী সাংবাদিককে শ্লীলতাহানি, ৩ জন কারাগারে

নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় গ্রেফতার ৩ জন

রাজধানীর রামপুরা থানা এলাকায় নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার (০৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া ৩ জন হলেন, সোয়েব রহমান জিসান, মো. রাইসুল ইসলাম ও মো. কাউসার হোসেন।

এদিন রামপুরা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

বুধবার (০২ মার্চ) রাতে রামপুরা এলাকায় হেনস্তার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দেয়। পরে ভুক্তভোগী রাফিয়া তামান্না রামপুরা থানায় জিসান ও পার্থিব নামে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-২০ জনের বিরুদ্ধে মামলা করেন।

আরওপড়ুন<<>>জুলাই-আগস্টের বিচার বানচালে বিপুল অর্থ বিনিয়োগ

জানা গেছে, গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিসানকে রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেফেতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যে বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম ও গেন্ডারিয়া এলাকা থেকে মো. কাউসার হোসেনকে গ্রেফতার করে র‍্যাব।

বুধবার ওই নারী সাংবাদিক তার ফেসবুকে পোস্টে ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে লিখেন, কিছু ছেলে তাকে টিজ করায় তার ভাই সামনে গিয়ে দাঁড়ান। বখাটেরা তখন তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে।

এরপর তামান্না ভাইকে রক্ষা করতে গেলে বখাটেরা তাকেও মারধর করে এবং শারীরিকভাবে হেনস্তা করে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়