
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, গুমের মামলা তদন্তে যাওয়া দলের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল।
রোববার (০৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে চার মামলার শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রসিকিউটর বলেন, আমিসহ গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। ট্রাইব্যুনালের বিচার নিয়ে দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারবেন না।
আরও পড়ুন>>>জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩
তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার তিনটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি। এখন সেগুলোর যাচাই-বাছাই চলছে। আশা করছি, অন্তত দুটি মামলার চার্জ এপ্রিল মাসের মধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করতে পারব।
তিনি আরও বলেন, যেসব মামলার প্রতিবেদন পেয়েছি, তার মধ্যে রয়েছে—শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হত্যা ও গণহত্যার অভিযোগের মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যা মামলা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। বিচার প্রক্রিয়া থামাতে একটি মহল সক্রিয়। তারা স্ক্যান্ডাল ছড়াতে চায়, বিভ্রান্তি তৈরি করতে চায়।
বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল তৈরি নিয়ে রাজনৈতিক দলের দাবির বিষয়ে তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার মন্তব্য করা উচিত হবে না। রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে। রাজনীতির কাজ হচ্ছে দেশকে নিয়ে ভাবা। ফলে তারা এ বিষয়ে ভাবতে পারে। অপরাধের যে বিস্তৃতি, তা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। তবে সারা দেশে ছড়িয়ে দেয়া কতটা বাস্তবসম্মত, সেটা সরকার অবশ্যই চিন্তা করবে।
তিনি আরও বলেন, একটা ট্রাইব্যুনাল অবশ্যই যথেষ্ট নয়। এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। সরকারও এ ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করছে। সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদী।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।