Apan Desh | আপন দেশ

সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১৫, ৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১৬, ৬ এপ্রিল ২০২৫

সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের ২৬ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আহবায়ক ও অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (০৬ এপ্রিল) ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জিয়াউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে এ কমিটি বর্ধিতও করা যাবে।

সম্প্রতি ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ কমিটি অনুমোদন করেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়