Apan Desh | আপন দেশ

ওয়াকফ আইন পাসের পর ভারতে গুঁড়িয়ে দেয়া হলো মাদ্রাসা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:৫৪, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৩১, ১৪ এপ্রিল ২০২৫

ওয়াকফ আইন পাসের পর ভারতে গুঁড়িয়ে দেয়া হলো মাদ্রাসা

ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ৩০ বছর পর ‘অবৈধ’ ঘোষণা করে ভাঙা হয়েছে মাদ্রাসাটি। এটি ওয়াকফ আইন সংশোধনীর পর প্রথম মাদ্রাসা অবৈধ হিসেবে ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে।

এ মাদ্রাসা ৩০ বছর আগে নির্মিত হয়। তবে সম্প্রতি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার অভিযোগের পর মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, সাম্প্রতিক ওয়াকফ আইনের সংশোধনীর আলোকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সংবাদ মাধ্যমটির তথ্যানুসারে, ৩০ বছর ধরে ‘অবৈধভাবে’ মাদ্রাসাটি পরিচালিত হচ্ছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশ ইউনিটের প্রধান ভিডি শর্মার অভিযোগের পর ওই মাদ্রাসা পরিচালকদের নোটিশ জারি করা হয়েছিল।

আরও পড়ুন>>>মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ চীনের

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, মাদ্রাসাটি প্রথমে গ্রাম পঞ্চায়েতের অনুমতিতে তৈরি হয়। পরবর্তীতে এটি পৌর কর্পোরেশনের আওতায় চলে আসে। যার কারণে অবকাঠামোটি ‘অবৈধ’ বলে বিবেচিত হয়। ফলে কর্তৃপক্ষ ‘স্বেচ্ছায়’ এটি ভাঙার জন্য একটি চূড়ান্ত নোটিশ জারি করে।

ওয়াকফ আইনের সংশোধনীর ফলে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা। এর আগে, ওই মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল। যা অবৈধ ঘোষিত হয়।

মাদ্রাসার পরিচালক বলেছেন, তারা গ্রাম পঞ্চায়েতের অনুমতিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু পৌর কর্পোরেশন ওই এলাকায় এলাকা প্রশাসনের অধিকার নিয়ে নেয়ায় ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়