Apan Desh | আপন দেশ

আ.লীগ নেতা মুরাদ-আনিস ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৩৯, ১৮ এপ্রিল ২০২৫

আ.লীগ নেতা মুরাদ-আনিস ৪ দিনের রিমান্ডে

শাহে আলম মুরাদ

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ ও অ্যাডভোকেট আনিসুর রহমানের ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাজধানীর পল্টন থানার সন্ত্রাস বিরোধী আইনে তারা গ্রেফতার হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম তাদের রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই আজিজুল হক সুমনের আবেদনে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ডিএমপির ডিবি পুলিশ। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির সূত্রে জানা যায়, শাহে আলম গত ৬ এপ্রিল সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে।

আরওপড়ুন<<>>আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

উল্লেখ্য, ৬ এপ্রিল সকাল ৭টার দিকে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মিছিল করেন তারা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনুসারীদের ওই মিছিল থেকে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিসাধনের চেষ্টা এবং ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে। বৃহস্পতিবার ওই মামলায় রাজধানীর তেজগাঁও থেকে থেকে আনিসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়