
ফাইল ছবি।
চট্টগ্রামের খুলশীতে খোলা ড্রেনে পড়ে ছয় মাসের শিশু সেহরিশের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের চরম অবহেলার বিরুদ্ধে এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়, রাস্তার পাশে পর্যাপ্ত সুরক্ষা ব্যারিকেড বা সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খোলা ড্রেনে পড়ে যায়। এ সময় শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে পানির স্রোতে ভেসে যায়। দীর্ঘ ১৪ ঘণ্টা পর ও প্রায় ৫ কিলোমিটার দূরের চকবাজার খাল থেকে সেহরিশের নিথর দেহ উদ্ধার করা হয়।
আইনজীবী ইশরাত হাসান বলেন, এ মর্মান্তিক ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও গাফিলতির প্রতিফলন।
আরওপড়ুন<<>>১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে জীবনের নিরাপত্তা ও আইনের সুরক্ষার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। একই সঙ্গে ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৫০ ও ৫২ ধারা অনুযায়ী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাও কর্তৃপক্ষের বাধ্যবাধকতা। তাছাড়া জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব হলো- শিশুদের পূর্বানুমেয় ক্ষতি থেকে রক্ষা করা।
নোটিশে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে—
১. সেহরিশের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করে জনসমক্ষে বিবৃতি প্রদান।
২. ভুক্তভোগী পরিবারের প্রতি অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ।
৩. নগরীর সব খোলা নালা ও খাল চিহ্নিত করে ঢেকে ফেলার সময়বদ্ধ নিরাপত্তা পরিকল্পনা।
৪. সব সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিন্ন ড্রেনেজ নিরাপত্তা মানদণ্ড প্রণয়ন।
৫. একটি স্বাধীন তদারকি কমিটি গঠন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।