Apan Desh | আপন দেশ

‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণ দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৫৪, ২১ এপ্রিল ২০২৫

‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণ দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

ছবি: আপন দেশ

‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (২১ এপ্রিল) আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট এ সমাবেশেলর আয়োজন করে। এতে কয়েকশ’ আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগের আহবান জানান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর যারা বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন। তাকে দীর্ঘদিন জেলে আটকে রেখে অসুস্থ করেছিলেন। তারা নিজ থেকে চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা যাননি। আপনাদের জন্য আবার আইনজীবী ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এখনও সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব নিজেরা পদত্যাগ করে চলে যান। 

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেককে জেলে দিয়েছেন। খায়রুল হকের (সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক) বিচার কেন করলেন না। খায়রুল হকে বিচার না করলে জনগণ আপনাদের বিচার করবে। তিনি আরও বলেন, যেসব ফ্যাসিস্ট এখনও গর্তের মধ্যে লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে বিচার করতে হবে। 

সমাবেশে ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্টে পরিণত হননি। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ তাকে ‘ফ্যাসিস্টে’ পরিণত করতে কাজ করেছে প্রত্যক্ষভাবে। সেসব প্রতিষ্ঠানের অন্যতম হল বিচার বিভাগ। অনেক বিচারপতি নির্লজ্জভাবে দলীয় মতাদর্শ ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে দীর্ঘায়িত করার জন্য স্বেচ্ছায় স্বপ্রণদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়, তাকে কারাগারে প্রেরণ সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে। কিছু কিছু বিচারক সেই সিদ্ধান্ত দিয়েছিলেন।

আরওপড়ুন<<>>‌‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়’ 

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে এ মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি বেঞ্চ ( বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ) বিএনপির অনেক এমপিকেই নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। বেগম খালেদা জিয়াসহ দলের অনেক এমপি প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। কোনো আইনকে ফলো করে নাই। শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য। এছাড়া সেই বিচারকদের দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এমন অন্যায় কাজ করা হয়েছিল। 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা আশা করি, সেসব বিচারপতিরা নিজেরাই বিবেকের তাড়নায় স্বেচ্ছায় বিদায় নিয়ে বাড়ি চলে যাবেন। কিন্তু এখনও কিছু কিছু ফ্যাসিস্ট বিচারক আরও প্রমোশনের আশায় বহাল তবিয়তে রয়ে গেছেন। অনতিবিলম্বে তারা যেন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনমন্ত্রণালয়ের কাছে আমরা জানতে চাই, কেন খায়রুল হকের ব্যাপারে কেন আইনগতভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না।    

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহবায়ক এম বদরুদ্দোজা বাদল। সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, জামিল আক্তার এলাহী প্রমুখ। 

সমাবেশে আরও অংশ নেন ব্যারিস্টার  রাগিব রউফ চৌধুরী, বাংলাদেশ আইন সমিতির আহবায়ক মনির হোসেন, সুপ্রিম কোর্ট বারের ট্রেজারার রেজাউল করীম রেজা, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, মোরশেদ আল মামুন লিটন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান, মিজানুর রহমান, আইয়ুব আলী আশ্রাফী প্রমুখ।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়