Apan Desh | আপন দেশ

‘এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত’

নিজম্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:২১, ২২ এপ্রিল ২০২৫

‘এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত’

ছবি: আপন দেশ

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্তি না পাওয়ায় ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে তিনি হতাশ নন বলে জানান।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ৮ মাস আগে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট আমলে যারা জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন। কিন্তু এটিএম আজহারুল ইসলাম এখনও কারাগারে। এ দায় সবার।

আরওপড়ুন<<>>জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ৬ মে

তিনি বলেন, আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে আমরা বিস্মিত ও ব্যথিত। আমরা বিস্মিতি এবং ব্যথিত এ কারণে যে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে অন্যায়ভাবে আটক ছিলেন, অন্যায় বিচারে যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের প্রায় সবাই মুক্তি পেয়েছেন।

কিন্তু আমাদের মজলুম নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তা আইনজীবীরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়