Apan Desh | আপন দেশ

পারভেজ হত্যা: প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ২৫ এপ্রিল ২০২৫

পারভেজ হত্যা: প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে

আপন দেশ

রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার এক নম্বর আসামি মেহেরাজকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) ভোরে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে মেহেরাজকে গাইবান্ধা থেকে আটক করা হয়। মামলার বাকি ৬ আসামিকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে নেয়া হয়েছে। বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।

আরওপড়ুন<<>>অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে প্রাইম এশিয়ার ছাত্র পারভেজ ক্যাম্পাসে ছিলেন বন্ধুদের সঙ্গে। পাশের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সের দু’ছাত্রীকে ঘিরে শুরু হয় কথাকাটাকাটি। হাসাহাসির বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উভয় পক্ষকে বসিয়ে ‘মীমাংসা’ করা হয়। তবে এ মীমাংসার পরই ঘটে ভয়ংকর ঘটনা। পারভেজ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন, তখনই ৩০-৪০ জন তাকে ঘিরে ধরে।

দৃশ্যটি ছিল পরিকল্পিত ও পূর্ব-প্রস্তুত। তারা ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে পারভেজের শরীরে। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়