
ছবি: আপন দেশ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আব্দুর রউফ একাধারে সফল আইনজীবী, বিচারপতি ও অত্যন্ত সফল প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি ছিলেন সফল সমাজ সংস্কারক বা প্রতিকৃত।
শনিবার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জুবায়ের রহমান বলেন, আব্দুর রউফ ছিলেন সফল ও বিচক্ষণ সালিশকারক। বাংলাদেশের বাস্তবতায় প্রায় সবাই কোনো পদের জন্য সচেষ্ট থাকি, সক্রিয় থাকি। বিভিন্নভাবে চেষ্টা করি, যেটাকে তদবির বলে। বিচারপতি আব্দুর রউফ তেমন ছিলেন না।
আরওপড়ুন<<>>পারভেজ হত্যা: প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
তার জীবনের এসব বিষয় অনুসরণীয় ও অনুকরণীয়। আমরা যদি তার কিছুটা অংশ আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, নতুন সম্ভাবনার বাংলাদেশে কিছুটা হলেও আমরা সফল হবো বলেও জানান তিনি।
আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত মোহাম্মদ আবদুর রউফ-এর স্মরণে স্মরণ সভার আয়োজন করে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ সময় প্রয়াত বিচারপতি আব্দুর রউফের ছেলে অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বক্তব্য দেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।