Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৪৩, ২৭ এপ্রিল ২০২৫

মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির

ফাইল ছবি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ২০ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি এ রিপোর্ট দাখিল করে। রিপোর্টে ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সি দায়ী করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

আরওপড়ুন<<>>তাসনিম ও জাহাঙ্গীরকে দেয়া আইনি নোটিশ প্রত্যাহার

এ সময় ১৭ হাজার ৭৭৭ জনকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী ২৭ আগস্টের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানতে চেয়েছে উচ্চ আদালত।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ উন্মুক্ত হয়। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি প্রায় সাড়ে ১৭ হাজারেরও বেশি শ্রমিক।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়