Apan Desh | আপন দেশ

ধর্ম অববামনায় প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২৮ এপ্রিল ২০২৫

ধর্ম অববামনায় প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন

‘ঈদ মোবারক’ লেখা শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঈদ মোবারক নামে কুকুরের ছবি দিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। পত্রিকাটির সম্পাদক, প্রকাশকসহ তিনজনের নামে এ মামলার আবেদন করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ী এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৪ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামে একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে।

আরওপড়ুন<<>>চাঁদাবাজি মামলায় জামিন পেলেন মডেল মেঘনা আলম

এতে বলা হয়, প্রথম আলোর মত একটি জাতীয় পত্রিকা ইসলাম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের ললুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এ কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

বাদীর অভিযোগ, আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়