Apan Desh | আপন দেশ

দুদকের মামলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০, ২৯ এপ্রিল ২০২৫

দুদকের মামলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তুহিন দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক বিশেষ জজ আদালত আসামির জামিন নামঞ্জুর করে এ আদেশ দিয়েছেন। এদিন তুহিন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন।

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতর বিচারক কবির উদ্দিন প্রামাণিক কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরওপড়ুন<<>>ধর্ম অববামনায় প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন

কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়