
ছবি: আপন দেশ
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তাকে গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে খায়রুল হককে গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের ‘মূল হোতা’ আখ্যা দিয়ে অবিলম্বে তার বিচার দাবি করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, খায়রুল হকের নেতৃত্বে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। যার পরিণতিতে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করেছেন। রাজনৈতিক পক্ষপাতিত্বের মাধ্যমে জনগণের আস্থা ধ্বংস করেছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে তার মতো কোনো বিচারপতি আর তৈরি না হয়।
মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তাকে বিচারের আওতায় না আনলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা পুরোপুরি বিনষ্ট হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল প্রমুখ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।