Apan Desh | আপন দেশ

আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ২ আগস্ট ২০২৩

আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধস্তাধস্তি

ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় আজ। রায়কে ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভ-মিছিল কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা। এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।

বুধবার (২ আগস্ট) দুপুরে আদালত প্রাঙ্গণে ঘটে এ ঘটনা। সকালেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপিপন্থি আইনজীবীরা। অন্যদিকে, রায়কে ঘিরে মামলায় সর্বোচ্চ শাস্তির আহ্বান জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

আরও পড়ুন: মুখে কালো কাপড় বেঁধে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

এদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। এ রায় ঘিরে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়