Apan Desh | আপন দেশ

রিজভী চাইলে ক্ষমা করে দিতে আদালতকে বললেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ৭ আগস্ট ২০২৩

রিজভী চাইলে ক্ষমা করে দিতে আদালতকে বললেন হিরো আলম

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে আদালতকে বলেছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেন তিনি।

আদালতে জবানবন্দি দেয়ার একপর্যায়ে হিরো আলম বলেন, উনি (রিজভী) ক্ষমা চাইলে তাকে যেন মাফ করে দেয়া হয়।

এ সময় তার আইনজীবী মুনসুর আলী রিপন শুনানিতে বলেন, একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেয়া উচিত নয়। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটূক্তি করেছেন, সেটি কোনোভাবেই উচিত হয়নি।

এরপর মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

এর আগে, রোববার (৬ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি নেতা রিজভী আমাকে অশিক্ষিত বলে গালি দিয়েছেন। কোনো রাজনৈতিক নেতা কাউকে অর্ধপাগল কিংবা অশিক্ষিত বলতে পারেন না। আমি তিনবার নির্বাচন করেছি। নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে কমিশন আমাকে নির্বাচন করতে দিত না।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়