ছবি: সংগৃহীত
ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। যা প্রকাশের চেয়ে অনুভূত হয় বেশি। অর্থাৎ সবটুকু কখনোই প্রকাশ করা যায় না। তবে মনের কথা বলা খুব সহজ কাজ নয়। আবার সেই কথা জমিয়ে রাখলে মনের ভার বাড়ে। দেখা দেয় নানা সমস্যা। তাই মনের মানুষকে মনের কথা বলে দেয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আর এই কাজে সবথেকে ভালো দিন হলো আজ, প্রপোজ ডে।
পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ একে অপরকে প্রেম নিবেদন করবেন। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন। মনের মানুষকে মনের কথাটা বলে ফেলুন। হৃদয়ের নিঙরানো আবেগে মৃদু করে বলুন ‘আই লাভ ইউ’।
বিশেষজ্ঞরা বলেন, এই দিনতে প্রেমে গা ভাসানো মানুষের জীবনে বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষত, যাদের প্রেম এখনও শুরু হয়নি। তাদের ক্ষেত্রে দিনটি আরও বেশি গুরুত্বপূর্ণ। আর যারা ভালোবাসার বন্ধনে ইতোমধ্যেই জড়িয়েছেন তারাও নিজেদের ভালোবাসা ফের জাহির করতে পারেন।
আরও পড়ুন>> প্রেম না টাকা, কোনটির গুরত্ব বেশি
ভালোবাসার কথা জানানোর পরে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে অনেকে মনের কথা মনে চেপে যান। কিন্তু আপনি যদি না-ই বলেন, তাহলে হলেও হতে পারতো একটি ভালোবাসা শুরুর আগেই শেষ হয়ে যায়। তাই এতো না ভেবে মনের কথা জানিয়ে দিন। যদি সে আপনার জন্যই হয়, তাবে ‘হ্যাঁ’ বলবে। যদি ‘না’ বলে, তবুও হতাশ হবেন না।
অপরপক্ষ আপনার প্রস্তাব গ্রহণ করলে খুব স্বাভাবিকভাবেই তা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শতগুণ। কোনো একজন মানুষ সারাজীবন আপনার সঙ্গে চলতে আগ্রহী, সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগি করতে আগ্রহী; আর এই প্রক্রিয়াটি শুরু হয় ‘প্রপোজ’-এর মাধ্যমে। তাই এই দিনটিকে বিশেষ করে তুলুন আপনার প্রিয়জনের কাছে। তবে প্রপোজ আপনি যেভাবেই করুন না কেন, খেয়াল রাখবেন আপনার প্রিয় মানুষটি যেন কোনো কিছুতে বিব্রতবোধ না করেন।
আপন দেশ/এসএমএ