Apan Desh | আপন দেশ

বাথরুমে খালি বালতি! বিপদ ডেকে আনছেন না তো?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২৫ মে ২০২৪

বাথরুমে খালি বালতি! বিপদ ডেকে আনছেন না তো?

ফাইল ছবি

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অনেকেই বাস্তুশাস্ত্র মেনে নিজেদের অন্দরমহল সাজান। অনেকে বাস্তুশাস্ত্র মানেন জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে। বাস্তুশাস্ত্র বলছে, সুখী সংসারের জন্য অবশ্যই বাথরুমের বাস্তুর দিকে নজর দেয়া উচিত। না হলে, গোটা বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে যেতে পারে। তা কীভাবে নজরে রাখবেন আপনার বাথরুমের বাস্তু?

১. বাথরুম থেকে বেরিয়ে কখনই দরজা খুলে রাখবেন না। নজরে রাখুন বাথরুমের দরজা যেন সবসময় বন্ধ থাকে। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

২. বাথরুমে ইন্ডোর প্ল্যান্ট রাখুন। এতে বাথরুমের লুক যেমন সতেজ থাকবে। তেমনি বাস্তুশাস্ত্র মতে বাথরুমেও পজিটিভ ভাইবস বজায় থাকবে। এক্ষেত্রে একটি কাচের শিশিতে মানি প্যাল্ট রাখতে পারেন।

৩. ব্যবহার করা হয়ে গেলে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না।

৪. বাথরুমে সবসময়ই সাদা রঙের আলো ব্যবহার করুন। এতে বাথরুমের লুক উজ্জ্বল থাকবে। সঙ্গে বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর হবে। বাথরুমে যেন রোদ হাওয়া খেলা করে এমন ব্যবস্থা রাখুন।

৫. বাথরুমে কখনও ভুলেও খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে।

৬. বাথরুমের ভেতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র, বাথরুমের বাইরেই রাখুন।

৭. বাথরুমের আয়নার পাশে বা সাবান রাখার জায়গায় এক টাকার কয়েন রাখুন। দেখবেন এতে লক্ষ্মীলাভ হবে।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়