Apan Desh | আপন দেশ

মোবাইলেই জমে উঠবে মাখোমাখো প্রেম!

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ২৯ মে ২০২৪

মোবাইলেই জমে উঠবে মাখোমাখো প্রেম!

ছবি: সংগৃহীত

ভালোবাসা; এক শব্দে লুকিয়ে থাকে আবেগের সুনামি। প্রেমের প্রকৃত পরশেই মেলে অমৃতকুম্ভের সন্ধান। আবার ভুল হলেই বিপত্তি। তাই প্রেমের সংজ্ঞা থাক না থাক, এর পদ্ধতি জানা খুবই প্রয়োজন। কারণ সঠিকভাবে প্রেম নিবেদন করলেই কাছের মানুষের মন পাবেন। 

হালফিলের এ যুগে প্রেমের অন্যতম মাধ্যম আপনার হাতে থাকে মোবাইল। স্মার্টফোনে ছোট্ট একটা মেসেজ বা ফোন। তাতেই অনেক কিছু বুঝিয়ে দেয়া যায়। তবে ভালোবাসার এ জোয়ারে ভেসে থাকতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। যেমন–

মোবাইলে প্রেম করতে গেলে কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে চোখে চোখে ইশারা এ মাধ্যমে খুব বেশি হবে না। তাই ভালোবাসার মানুষের মন কথার মাধ্যমেই জয় করতে হবে।

আরও পড়ুন>> সহকর্মীর প্রেমে পড়েছেন? মন জিতুন ৭ অস্ত্রে

টেক্সট মেসেজের বদলে এখন প্রেমিক-প্রেমিকাদের মনের কথা বিনিময়ের আধার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারগুলো। তাতে সঠিক ইমোজি ব্যবহার আপনার হাতেই। ভুল পাঠালে ভয়ের কিছু নেই। বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা তো হয়েই থাকে, তাইনা!

মনের কথা বলতে গিয়ে কোনও বিখ্যাত কোটেশনের সাহায্য নিতেই পারেন। এতে কোনও দোষ নেবেন না আপনার প্রেমিক বা প্রেমিকা। বরং খুশিই হবেন নিজের স্তুতিতে।

ব্যস্ত সময়ের ফাঁকে পছন্দের মানুষটার কথা মনে পড়ছে? ফোন করবেন? কাজের মাঝে থাকতে পারে তো? একটা ছোট্ট মেসেজ ছেড়ে দেয়াই যায়। তাতে বুঝতে পারবেন ওপারের পরিস্থিতি অনুকূল আছে কিনা।

গ্লোবালাইজেশনের যুগে ভৌগলিক দূরত্ব ক্রমেই বাড়ছে। বাড়ছে লং ডিসটেন্স রিলেশনশিপের হার। সেক্ষেত্রে মোবাইলই একমাত্র ভরসা। তবে, মোবাইল প্রেম যতটা ভালো, ততটাই মন্দ হতে পারে। সবই নির্ভর করছে আপনাদের সতর্কতা ও সচেতনতার উপর। তাই নিজের প্রাইভেসি নিয়ে সাবধান থাকবেন।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়