Apan Desh | আপন দেশ

অনলাইনে প্রেম করে বিয়ে, হতে পারে বিপদ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ৯ জুন ২০২৪

অনলাইনে প্রেম করে বিয়ে, হতে পারে বিপদ

ছবি: সংগৃহীত

অনলাইনে পরিচয় হওয়ার পর বিয়ে। অনেকের সম্পর্কই বৈবাহিক পরিণতি পেয়েছে এভাবে। কিন্তু আমেরিকার ম্যারেজ ফাউন্ডেশনের একটি সমীক্ষায় উঠে এসেছে এক অন্যরকম তথ্য। সেখানে বলা হচ্ছে অনলাইনে পরিচয়ের পর যাদের বিয়ে হয়েছে, তাদের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা অনেক বেশি। বিয়ের প্রথম তিন বছরে এ বিচ্ছেদের সম্ভাবনা ১২ শতাংশ। 

অন্যদিকে, যারা পরিবার, আত্মীয় বা বন্ধুর সূত্রে পরিচিত হয়েছেন, তাদের বিচ্ছেদের সম্ভাবনা মাত্র ২ শতাংশ। অনলাইন পরিচয়ে বিয়ের ৭ বছর পর দম্পতির বিচ্ছেদের সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ১৭ শতাংশে, বাকি ক্ষেত্রে এ সম্ভাবনা ১০ শতাংশ। 

গবেষকরা মোট ২ হাজার দম্পতির ওপর এ সমীক্ষা চালিয়েছেন। যাদের প্রত্যেকেরই বয়স ৩০-এর উপরে। তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক কোথায় তারা তাদের স্ত্রীর সঙ্গে প্রথম দেখা করেছিলেন। সেখানে দেখা যায়, শেষ দু’বছরে যে যুগলের বিয়ে হয়েছে, তাদের ৩২ শতাংশের প্রথম আলাপ হয়েছে কোনও ডেটিং অ্যাপ বা অন্য কোনও অ্যাপের মাধ্যমে। ১৯৯০-এর দশকে বিবাহিতদের মধ্যে এর পরিমাণ ছিল মাত্র ১ শতাংশ, আর ২০০০–এর দশকে বিবাহিতদের মধ্যে মাত্র ৭ শতাংশ।

আরও পড়ুন>> ভালো ভাবুন ভালো থাকুন

পাশাপাশি সমীক্ষায় দেখা গিয়েছে, অনলাইনে সাক্ষাৎ হওয়া যুগলদের ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা বেশি থাকে। ১০ বছরের বেশি বিবাহিতদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যারা কর্মক্ষেত্রে আলাপ হওয়ার পর বিয়ে করেছেন। তাদের মধ্যে ২৪ শতাংশকে বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে। সেখানে অনলাইনে আলাপ হওয়ায় যুগলদের মধ্যে বিচ্ছেদের পরিমাণ ২০ শতাংশ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইনে আলাপ হওয়া যুগলদের বিচ্ছেদের মুখে পড়ার কারণ আসলে তারা প্রাথমিকভাবে একে অপরের ‘অপরিচিত’। তারা বলেছেন, যাদের নিজেদের মধ্যে পারিবারিক বা বন্ধু সূত্রে কোনও যোগ নেই, তারা একে অপরের অভ্যাস ও বিভিন্ন দিক সম্পর্কে স্পষ্ট জানতে পারেন না। তাদের একেবারে প্রথম থেকে শুরু করতে হয়। তাতে সমস্যা বাড়তে থাকে। তবে বিচ্ছেদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রথম তিন বছরের মধ্যে। পরের পাঁচ, সাত ও দশ বছরের ক্ষেত্রে এ বিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়