ছবি : সংগৃহীত
এক আকাশ কালো মেঘের পালক নিয়ে হাজির হয়েছে বর্ষা। প্রায় প্রতিদিনই ঝরছে ঝুম বৃষ্টি। দরজা কি’বা জানালা দিয়ে বৃষ্টির ছাঁচ এস পড়ছে ঘরে। ফলে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে ঘরের পর্দা, বিছানার চাদর, জামা-কাপড়। অনেকে ধুয়ে দিচ্ছেন এসব জামা-কাপড়। কিন্তু তা শুকাবে কি করে এমন ঝুম বৃষ্টিতে?
বর্ষাকাল মানেই ঘরের ভিতর শুকাতে দেয়া একগাদা জামা-কাপড়। সকালে রোদ উঠেছে দেখে জামা-কাপড় ধুয়ে ছাদে মেলে এলেন। দুপুর হতেই আকাশ কালো করে মেঘ, সঙ্গে বৃষ্টি। আধ শুকনা জামা কাপড় তুলে এনে ঘরে শুকোতে দেয়া। অগত্যা স্যাঁতস্যাঁতে গন্ধ। এ তো বর্ষার রোজকার গল্প। জেনে নিন কী ভাবে বর্ষায় সহজে শুকোবেন জামা কাপড়।
১. জামা কাপড় ওয়াশিং মেশিনেই ধোয়া হোক বা হাতে, শুকাতে দেয়ার আগে ভাল করে নিঙড়ে নিন। মেশিন দিয়ে না নিঙড়ালে হাতে নিঙড়ে নিন।
২. যে ঘরে জামা কাপড় শুকাতে দিবেন সে ঘরের জানালা খোলা রাখুন। যাতে বাতাস চলাচল করতে পারে।
৩. নিঙরে নেয়ার পর শুকাতে দেয়ার আগে জামা-কাপড় খুলে ভাল করে ঝেড়ে নিন। এতে তাড়াতাড়ি শুকাবে।
৪. যত পারবেন জামা-কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকাতে দিন। এতে দু্ই জামার মাঝে জায়গা বাড়বে। বাতাস চলাচল করতে পারবে।
৫. যেখানে জামা কাপড় শুকাতে দিবেন সেখানে পেডেস্টাল ফ্যান চালিয়ে রাখুন। এতে বাতাসে তাড়াতাড়ি শুকাবে।
৬. যদি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে শুকাতে দেন, তাহলে মাঝে মাঝে উল্টে দিন জামা কাপড়।
৭. যখনই রোদ উঠবে, বাইরে মেলে দিন জামা কাপড়। বাতাস বা রোদে শুকাতে দিন। আবার বৃষ্টি আসছে দেখলেই তুলে এনে ঘরে শুকাতে দিন। জামা-কাপড় বারবার বৃষ্টিতে ভেজানো উচিত না।
৮. যদি কোন জামা পরতেই হয়, কিন্তু দেখেন তা ঠিক মতো শুকায়নি, তবে ভেজা জামা ইস্ত্রি করে নিন বা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন।
৯. বর্ষা কালে স্যাঁতস্যাতে ভেজা জামা কাপড় পরলে ত্বকেরও ক্ষতি হতে পারে। তাই যদি কোনও জামা ধুয়ে পরতেই হয় তাহলে ধোয়ার অন্তত ৩ দিন পর পরুন।
১০. জামা কাপড় ধোয়ার সময় ক্লোথ সফেনার ব্যবহার করুন। এতে ভেজা গন্ধ কেটে গিয়ে মৃদু একটা ফ্রেশ গন্ধ হবে।
আপন দেশ/এইউ