প্রকৃতির মাঝে বুক ভরে নিশ্বাস যোগাবে রিভেরি রিসোর্ট
ইট, পাথরের শহরে একঘেয়ে কর্মজীবন। চক্রাকারে ঘুরছে অফিস থেকে বাসা। ক্লান্তিরও যেন ছুটি নেই। তাই ক্লান্তিকে ছুটি দিতে অনেইক সময় পেলেই ছুঁটে যান দূরদূরান্তে। কিন্তু নাগরিক জীবনের ব্যস্ততায় লম্বা ছুটি মেলা ভার। যানজটের ঝামেলার কারণে দীর্ঘ জার্নিও এড়াতে চান অনেকে। তাই পরিবার নিয়ে ঢাকার কাছেই ঘুরে আসুন একদিনে।
অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট পূর্বাচল
ঢাকার কাছেই গাজীপুরের পূর্বাচল কালিগঞ্জে এ রিসোর্টটিতে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়তি যোগ বোট হাউস বা ওয়াটার কটেজ। এখানে একদিনের গ্রুপ প্যাকেজে জনপ্রতি খরচ শুরু হবে ২১০০ টাকা থেকে, তবে শিশুদের ক্ষেত্রে এটি ১৪০০ টাকা। এ প্যাকেজের মধ্যে পাবেন সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার স্ন্যাকস।
সুইমিংপুল, কিডস জোনের পাশাপাশি রয়েছে বিশাল প্লে গ্রাউন্ডে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারম ইত্যাদি খেলার সুযোগ। এ প্যাকেজে কোনো রুম থাকছে না; তবে একসঙ্গে ১৫ জনের বেশি গেলে কমপ্লিমেন্টারি একটি রুম সুবিধা পাবেন আপনারা। এ ছাড়া রাতে থাকছে ক্যাম্প ফায়ার এবং বার্বিকিউয়ের সুবিধা।
রিভারভিউ পূর্বাচল রিসোর্ট অ্যান্ড পার্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাবতে পিকনিক স্পটের জন্য দারুণ মানানসই শীতলক্ষ্যা পাড়ের এ রিসোর্ট। কাপলদের জন্য এখানে প্যাকেজ শুরু সাড়ে চার হাজার টাকা থেকে। থাকছে তিনবেলা খাবার, রিভার ভিউ ডাইনিং স্পেস, রিভারসাইড লাউঞ্জ, সুইমিং পুল ইত্যাদি সুবিধা।
আবার বন্ধুরা মিলে গেলে এখানকার অ্যাডভেঞ্চার জোনে পাবেন বিভিন্ন অ্যাকটিভিটিজের সুযোগ।
রিভেরি রিসোর্ট
গাজীপুর সালনায় প্রকৃতির মাঝে বুক ভরে নিশ্বাস নিতে চাইলে পরিবারের সবাইকে নিয়ে যেতে পারেন এ রিসোর্টে। ঢাকা থেকে এক ঘণ্টার মধ্যে এখানে পৌঁছাতে পারবেন।
এখানে রয়েছে পিকনিক, করপোরেট গেট টুগেদার, ফ্যামিলি বা গ্রুপ ডে আউট, ফ্যামিলি নাইট স্টে, বার-বি-কিউ পার্টির সুবিধা। নৌকায় ঘুরে ঘুরে মাছও ধরতে পারবেন। ডে লং প্যাকেজে রুমের ভাড়া শুরু তিন হাজার টাকা থেকে; পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য খাওয়ার কোনো খরচ দিতে হবে না।
সায়ান রিসোর্ট
ঢাকা থেকে একটু দূরে গেলেই পে যাচ্ছেন এ রিসোর্ট। মানিকগঞ্জের সিঙ্গাইরে মনোরম পরিবেশে একটি দিন কাটাতে যেতে পারেন সায়ান রিসোর্টে। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে একাধিক স্পট। এ রিসোর্টে সুইমিংপুল এবং লাঞ্চের প্যাকেজ রয়েছে মাত্র ৯৯৯ টাকায়। শুধু সুইমিং করতে চাইলে সে সুযোগও থাকছে।
একদিনের জন্য এখানে প্যাকেজ শুরু ২৪০০ টাকা থেকে। থাকছে তিনবেলা খাবার সহ রুম এবং সুইমিংপুল সার্ভিস। বিভিন্ন সময় এ রিসোর্ট বিশেষ ছাড় সুবিধা দিয়ে থাকে। কিছুদিন আগেই যেমন উইকডে-তে একটি প্যাকেজ ছিল মাত্র ১৪৯৯ টাকার। এজন্য নিয়মিত তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে।
মমতা পল্লী রিসোর্ট
শহরের কোলাহল মুক্ত আশুলিয়া জিরাবোতে প্রকৃতির মায়ায় ঘেরা চমৎকার এক গন্তব্যস্থল হতে পারে মমতা পল্লী রিসোর্ট। পিকনিক, কর্পোরেট প্রোগ্রাম, রি-ইউনিয়ন অথবা শুধু ছুটি কাটানোর জন্যই এখানে বুক করতে পারেন।
এখানকার সুইমিং ডে লং প্যাকেজও শুরু ৯৯৯ টাকা থেকে যেখানে আপনি পাবেন দুপুরের খাবার, সুইমিংপুল, খেলার মাঠসহ বিভিন্ন সুবিধা।
আপন দেশ/মাসুম