
ফাইল ছবি
দেখতে দেখতে চলে এলো ঈদ। ঈদের আগেই ত্বকের যত্ন নিলে উৎসবের দিন নিজের ত্বকের সৌন্দর্য বোঝা যাবে। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ঘরোয়া কিছু সাধারণ উপাদান খুবই কার্যকর।
এখানে তিনটি সহজলভ্য উপাদান দেখে নিন-
১. দুধ: দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বকের মরা কোষ তুলে ফেলে ও উজ্জ্বলতা বাড়ায়। কাঁচা দুধ তুলার সাহায্যে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। চাইলে দুধের সাথে মধু মিশিয়ে মাস্ক বানিয়েও ব্যবহার করতে পারেন।
২. লেবু: লেবুর রস প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে। ত্বকের কালো দাগ দূর করে। লেবুর রস সরাসরি মুখে লাগিয়ে ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সংবেদনশীল ত্বকের জন্য, লেবুর রসের সঙ্গে মধু বা গোলাপ জল মিশিয়ে নিন।
৩. হলুদ: হলুদে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে। যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ১ চা চামচ হলুদের গুঁড়োর সাথে দই বা মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন।
নিয়মিত এ উপাদানগুলো ব্যবহার করলে ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাবে।
আপন দেশ/এমবি