
ফাইল ছবি
তীব্র গরমের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হয়েছে স্বস্তির বৃষ্টি। কোথাও আবার হয়েছে বজ্রসহ ঝড়ো বৃষ্টি। এ সময়ে বাইরে বের হওয়ার কথা ভাবলেও অনেকে পিছিয়ে আসেন। আবহাওয়ার এমন মিষ্টি রূপে ঘরে বসে সময় কাটাতেই মন চায়। কিন্তু প্রশ্ন হলো—সময়টা কাটাবেন কীভাবে?
চিন্তার কিছু নেই। বৃষ্টির দিনে ঘরে বসে মন ভালো করা কিছু দারুণ আইডিয়া নিয়ে হাজির হয়েছি আমরা। দুর্দান্ত কিছু আইডিয়া দেখে নিন।
১. কবিতার বই হাতে নিন
বৃষ্টির দিনে কবিতা আরাম দেয় মনকে। জানালার পাশে বসে টুপটাপ বৃষ্টির শব্দের সঙ্গে কবিতার ছন্দ মিলে তৈরি করবে অন্য রকম এক পরিবেশ।
২. পছন্দের মুভিতে ডুবে যান
নেটফ্লিক্স, ইউটিউব কিংবা পেনড্রাইভে রাখা সেই জমে থাকা মুভি—বৃষ্টির দিনে একটার পর একটা দেখে ফেলুন। সঙ্গে যদি গরম চা থাকে, তাহলে তো কথাই নেই।
৩. চিঠি লিখে ফেলুন
এসএমএস আর ইনবক্সের যুগে হাতে লেখা চিঠি যেন হারিয়ে গেছে। এ বৃষ্টিমুখর দিনে প্রিয়জনের জন্য লিখে ফেলুন একটা চিঠি। হোক তা মায়ের জন্য, কোনো বন্ধুর জন্য কিংবা প্রিয় মানুষটার জন্য।
৪. সময় দিন প্রিয়জনকে
ব্যস্ততায় অনেক সময় কাছের মানুষদের সময় দেয়া হয় না। বৃষ্টির দিনে ঘরে বসেই গল্পে মেতে উঠুন। মা-বাবা, ভাইবোন বা সঙ্গীর সঙ্গে কাটানো এ সময়টা হতে পারে অমূল্য।
৫. রান্নায় চমক
নতুন কোনো রেসিপি ট্রাই করতে পারেন। ইউটিউব বা রন্ধন ব্লগে চোখ রাখলেই পেয়ে যাবেন সহজ কিছু আইডিয়া। পরিবারের সবাই মিলে খাওয়ার আয়োজন করলে সময়টা হয়ে উঠবে উৎসবমুখর।
৬. ইনডোর গেম খেলুন
লুডু, দাবা, কেরাম বা তাস—এসব গেম ঘরোয়া আনন্দের বড় উৎস। পরিবারের সবাই মিলে খেললে বাড়বে আনন্দ, ঘুচবে একঘেয়েমি।
৭. চা পার্টি হতেই পারে
বারান্দায় বসে এক কাপ চা, সঙ্গে পেঁয়াজি বা পাকোড়া—বৃষ্টির দিনে এমন চা পার্টির স্বাদই আলাদা। হালকা গল্পগুজব আর রিমঝিম শব্দে তৈরি হবে স্মরণীয় এক পরিবেশ।
৮. গান শুনুন, ঘুমিয়ে পড়ুন
বিছানায় শুয়ে পছন্দের গান শুনতে শুনতে চোখ বন্ধ করে ফেলুন। ঘুম না এলেও মন শান্ত হয়ে যাবে। আর যদি ঘুম এসে যায়, তাহলে তো উপরি পাওনা!
৯. নিজের যত্ন নিন
ঘরে বসে নিজের যত্ন নেওয়ার সময় এটিই। শ্যাম্পু করুন, স্কিন কেয়ার করুন বা কিছুক্ষণ হালকা ব্যায়াম করুন। নিজের দিকে মনোযোগ দেওয়া কখনওই বৃথা যায় না।
১০. বৃষ্টিতে ভিজুন
শেষ কবে বৃষ্টিতে ভিজেছেন? আজই সেই দিন হতে পারে। তবে অবশ্যই শরীর খারাপ থাকলে বা ঠান্ডা-অ্যালার্জি থাকলে সাবধান থাকুন।
বৃষ্টি মানেই মন ভালো করা সময়। তাই বৃষ্টি যখন শুরু হয়, তখন এক কাপ চা আর কিছু সৃজনশীলতা নিয়েই কাটিয়ে দিনটা।
আপন দেশ/এমবি