Apan Desh | আপন দেশ

শিল্পকলা পদক পাচ্ছেন যারা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১৫ জানুয়ারি ২০২৪

শিল্পকলা পদক পাচ্ছেন যারা

ফাইল ছবি

এবার ২০ গুণীজন ও সংগঠন শিল্পকলা পদক পাচ্ছেন। শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় ২০২১ ও ২০২২ সালের পদক পাবেন। পদকপ্রাপ্ত প্রত্যেকেই পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক। 

সোমবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

বলেছেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম আলোকিত ও সৃজনশীল দেশে পরিণত করতে অনন্য ভূমিকা পালন করবে। আমি পদকপ্রাপ্ত গুণী শিল্পীদের শ্রদ্ধা জানাই। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।’

২০২১ ও ২০২২ অর্থবছরে যে সকল গুণী শিল্পী শিল্পকলা পদক পেয়েছেন―

২০২১ সালে শিল্পকলা পদক পেয়েছেন :
১. যন্ত্রসংগীত―মো. নূরুজ্জামান
২. নৃত্যকলা―শারমীন হোসেন
৩. কণ্ঠসংগীত―সাদি মহম্মদ
৪. চারুকলা―শিল্পী বীরেন সোম
৫. নাট্যকলা―অধ্যাপক আবদুস সেলিম
৬. লোকসংস্কৃতি―মো. নহীর উদ্দিন
৭. চলচ্চিত্র―ড. মতিন রহমান
৮. আবৃত্তি―কাজী মদিনা
৯. যাত্রাশিল্পী―এম এ মজিদ
১০. সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক―জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ

২০২২ সালে শিল্পকলা পদক পেয়েছেন :
১. যন্ত্রসংগীত―ফোয়াদ নাসের
২. নৃত্যকলা―সাজু আহম্মেদ
৩. কণ্ঠসংগীত―এলেন মল্লিক
৪. চারুকলা―অধ্যাপক অলক রায়
৫. নাট্যকলা―খায়রুল আলম সবুজ
৬. লোকসংস্কৃতি―সুনীল কর্মকার
৭. ফটোগ্রাফি―রফিকুল ইসলাম
৮. আবৃত্তি―মীর বরকতে রহমান
৯. যাত্রাশিল্পী―অরুণা বিশ্বাস
১০. সৃজনশীল সাংস্কৃতিক গবেষক―ড. সফিউদ্দিন আহমদ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়