Apan Desh | আপন দেশ

বইমেলায় আসছে মিজান মালিকের ‘মায়াতন্ত্র’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ৮ ফেব্রুয়ারি ২০২৪

বইমেলায় আসছে মিজান মালিকের ‘মায়াতন্ত্র’

ফাইল ছবি

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। একুশের বইমেলায় আসছে সৃজনশীল লেখক, কবি ও সাংবাদিক মিজান মালিকের ‘মায়াতন্ত্র’। এটি তার তৃতীয় কাব্যগ্রন্থ। ৭০ কবিতা সংবলিত বইটি প্রকাশিত হচ্ছে শ্রাবণ প্রকাশনী থেকে। ‘মায়াতন্ত্র’র প্রচ্ছদ এঁকেছেন রাজিব রায়।

কবি মিজান মালিক বলেন, প্রত্যেকেরই কিছু শখের মানুষ থাকে। তাদের প্রতি অতুল মায়াও থাকে। অনুভূতির উঠোনে একটু যত্ন পেলে তুলতুলে নরম হয়ে ওঠার অজস্র গল্প আছে।‌ অপরদিকে বাস্তবতার সড়কে আক্রান্ত মানুষ, অন্যের প্রতি কোমল ভালোবাসার ভিটায় যখন শ্লেষের চারা লাগায়, তখন সে ভিড় থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়। বিষণ্ণ মন খুঁজে প্রশান্তি।‌ কখনো বৃষ্টির প্রার্থনায়, সন্ধ্যা তারার মাঝে। মেঘ‌ও হয়ে ওঠে অভিমানের পারদ। যদি বৃষ্টি না ঝরায়। কবিতায় মানুষের আকুল মনের নানামুখী তৎপরতা উঠে এসেছে।

আরও পড়ুন>> বহুবর্ণিল জটিলতা ও চিত্রশিল্পী আনিসুজ্জামান

মায়াতন্ত্র’র কবিতার শরীর শৈলিতে প্রেম, আশা-নিরাশা, কাছে পাওয়া কিংবা দূরত্বের শঙ্কা আবার কখনো দোটানা আশ্রয় নিয়েছে বেশ। বলা চলে এই কাব্যগ্রন্থের বড় একটা জায়গা দখলে রেখেছে প্রেম, ভালোবাসা বিরহব্যথার অমিমাংসিত রহস্য। পাশাপাশি জীবনপাতার ওপর কুয়াশা ঝরে পড়াও পেয়েছে জায়গা। তবে সেটিও মূখ্য হয়ে উঠতে পারেনি, কাব্যগ্রন্থের রোমান্টিক কবিতার দাপটের কাছে। এর প্রতিটি কবিতা যেন বিদ্যমান সময়ের একেকটা বৃক্ষ। যার ছায়ায় একটু জিরিয়ে নিতে চাইবে সবাই।

২০২০ সালে মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’ প্রকাশিত হয়। ঐতিহ্য প্রকাশনী কাব্যগ্রন্থটি প্রকাশ করে। ওই বছর মেলায় ব‌ইটি বেশ সাড়া ফেলে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের পোস্টার’ প্রকাশিত ২০২১ সালে করোনাকালে এইসময় প্রকাশনী থেকে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়