ছবি : আপন দেশ
নবনিযুক্ত সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় মার্কিন প্রবাসী শিল্পী জাহান আফরোজ রুবার একক চিত্রপ্রদর্শনী উপভোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী এবং বিভাগীয় পরিচালক মাহবুবা করিম মিনি।
‘শান্তির অন্বেষণে’ শীর্ষক প্রদর্শনীটি শুরু হয়েছে গত ১ মার্চ। এর কিউরেটর হিসেবে আছেন রফিক সুলায়মান।
আরও পড়ুন <> প্রাণের বইমেলায় বিক্রি বেড়েছে
পেইন্টিং, কুইল্ট এবং মৃৎশিল্প দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। জাহান আফরোজ রুবা একজন বহুমাত্রিক শিল্পী। শিল্পে সৌন্দর্য এবং আবেগ সৃষ্টি করাই তার উদ্দেশ্য। সৃজনশীল নান্দনিকতার অনুশীলনের মাধ্যমে দর্শকের সঙ্গে এক গভীর যোগসূত্র তৈরী করতে পছন্দ করেন তিনি। তার কুইল্ট এবং পটারিগুলো প্রদর্শনীর অন্যতম চর্চার বিষয় হয়ে উঠবে।
প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত। চলবে ৭ মার্চ পর্যন্ত, সকাল ১১ টা থেকে রাত ৮টা।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।