Apan Desh | আপন দেশ

শিল্পী বিপাশা গুহঠাকুরতার সমাধিতে আবক্ষ ম্যুরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ১৮ মার্চ ২০২৪

শিল্পী বিপাশা গুহঠাকুরতার সমাধিতে আবক্ষ ম্যুরাল

ছবি : আপন দেশ

অকাল প্রয়াত নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার সমাধিতে তার আবক্ষ ম্যুরাল স্থাপন করা হয়েছে। ম্যুরালটি নির্মাণ করেছেন শিল্পী হাফিজউদ্দিন বাবু।

শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালীমাতা মন্দিরে তার সমাধির সামনে ম্যুরালটি উন্মোচন করা হয়। 

আরও পড়ুন <> আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী আজ

উল্লেখ্য শিল্পী বিপাশা গুহঠাকুরতা ২০২২ সালের ২৯ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন নজরুলের গানের একজন বিশেষায়িত শিল্পী। জীবদ্দশায় তার দুটো নজরুল-সঙ্গীত এবং একটি হারানো দিনের গানের অ্যালবাম প্রকাশিত হয়। মৃত্যুর পর বেঙ্গল ফাউন্ডেশন আরও দুটো নজরুল-সঙ্গীতের এলবাম প্রকাশ করে। 

তিনি আলোচিত ফেসবুক গ্রুপ প্রসঙ্গ নজরুল-সঙ্গীতের (প্রনস) প্রতিষ্ঠাতা। ম্যুরাল স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিটার শিল্পী বিধু চৌধুরী, প্রয়াত শিল্পীর স্বামী দিলীপ গুহঠাকুরতা, শিল্প-সমালোচক রফিক সুলায়মান প্রমুখ।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়