ছবি : আপন দেশ
বাংলাদেশ-ভারতের আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি অনুষ্ঠান ‘যেখানে সীমানা নেই’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিলোক বাচিক পাঠশালা এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ন আহ্বায়ক দেওয়ান সাইদুল হাসান।
ত্রিলোক বাচিক পাঠশালার সভাপতি মাসুম আজিজুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি মজিদ মাহমুদ, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী অধ্যাপিকা রূপা চক্রবর্তী, ভারত থেকে আগত আবৃত্তিশিল্পী স্বপ্না দেসহ প্রমুখ। অনুষ্ঠানটি সমন্বয় করেন মো. জাকির মোল্লা।
ওয়েলকেয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ ও ভারতের আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত দুই আবৃত্তি শিল্পীকে সম্মাননা পদক প্রদান করা হয়।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।