Apan Desh | আপন দেশ

চিত্রকর্ম প্রদর্শনীতে বিপর্যস্ত বুড়িগঙ্গা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:২৪, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪৮, ১৫ নভেম্বর ২০২৪

চিত্রকর্ম প্রদর্শনীতে বিপর্যস্ত বুড়িগঙ্গা

ছবি: আপন দেশ

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘ডাউনওয়ার্ডস সারফেস’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে এ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার  (১৩ নভেম্বর) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শনীটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক মো. আনিসুজ্জামান ও সহযোগী অধ্যাপক অস্মিতা আলম শাম্মী।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- আবু আল নাঈম, আনিকা তাবাসসুম হৃদয়, ডেরিল অদ্রি রায়, দীপঙ্কর বিশ্বাস, ফাহিম খান তামীম, জাহরা নাজিফা, মিফতাহুল জান্নাত নাবেরী, শান্তা ইসলাম, পিনাক চন্দ্র দাস, প্রজ্ঞা মিঠান্ডা করেয়া, প্রসেনজিৎ ভদ্র, কাজী অর্চি রহমান, ঋতুরূপা তালুকদার সাথী, এস এম ওয়াশিফ উদ্দিন চৌধুরী, সহদেব বিশ্বাস, সাহেব চৌধুরী, শিমুল পাল, স্পর্শপ্রিয় বর্ষণ রায়, সুব্রত চন্দ্র, সুমাইয়া বিনতে হাসান, শুভ্র সরকার, তাজরিবা আক্তার ও তৌহিদ আহমেদ সাকিব।

প্রদর্শনীটি ১৯ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর আনুসঙ্গিক কাজে সহযোগিতা করেছেন প্রিন্টমেকিং বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল বশির।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়