Apan Desh | আপন দেশ

শিল্পী বশির আহমদ এর ৮৬তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১৮ নভেম্বর ২০২৪

শিল্পী বশির আহমদ এর ৮৬তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

শিল্পী বশির আহমদ। ফাইল ছবি

স্বনামধন্য শিল্পী বশির আহমদ এর আজ ৮৬-তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। বশির আহমেদ (জন্ম:১৮ নভেম্বর ১৯৩৯-মৃত্যু:১৯ এপ্রিল ২০১৪) একজন বাঙালী সংগীতশিল্পী। বাংলাদেশী এ সঙ্গীতশিল্পী পাকিস্তান আমলে আহমেদ রুশদি বলে পরিচিত ছিলেন। তিনি শিল্পী নূর জাহানের সঙ্গে অনেক উর্দূ গান তিনি গেয়েছেন।

প্রারম্ভিক জীবনঃ
১৯৩৯ সালের ১৮ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নাসির আহমেদ। দিল্লির এক বনিক পরিবারের সন্তান বশির আহমেদ কলকাতায় ওস্তাদ বেলায়েত হোসেনের কাছ থেকে সঙ্গীত শেখার পর মুম্বাইয়ে চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ’র কাছে তালিম নেন।

কর্মজীবনঃ
১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন বশির আহমেদ। চলচ্চিত্রে ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর কণ্ঠস্বর ছিল মাধূর্যে ভরা। রাগ সঙ্গীতেও দখল ছিল তাঁর। ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কাছে তালিম নেন তিনি। 'তালাশ' চলচ্চিত্রে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন।

মৃত্যুঃ
২০১৪ সালের ১৯ এপ্রিল মোহাম্মদপুরে নিজের বাসায় তিনি পরলোকগমন করেন।

পুরস্কারঃ
'কখনো মেঘ কখনো বৃষ্টি' ছবিতে গানের জন্য ২০০৩  সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ গায়ক) পান। এছাড়া তিনি
একুশে পদকও অর্জন করেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়