ছবি: আপন দেশ
সেমিনার ও স্মৃতিচারণের মধ্য দিয়ে ১০৫তম জন্মবার্ষিকীতে ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাইকে স্মরণ করলো বাংলা অ্যাকাডেমি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে অ্যাকাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এ সেমিনার।
অনুষ্ঠানে "অ্যাকাডেমিক সংগঠক মুহম্মদ আবদুল হাই" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রাফাত আলম।
অ্যাকাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- মুহম্মদ আব্দুল হাইয়ের জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক মোরশেদ শফিউল হাসান।
স্বাগত বক্তৃতা দেন অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
ড. রাফাত আলম বলেন, মুহম্মদ আবদুল হাই প্রধানত একজন অ্যাকাডেমিক ব্যক্তিত্ব।অ্যাকাডেমিক অবস্থান থেকে তিনি তার প্রধান কাজগুলো সম্পন্ন করেছেন। ঐতিহাসিক পরম্পরার ভেতর দিয়ে তিনি যেমন পাকিস্তান-ধারণার সঙ্গে যুক্ত ছিলেন, তেমনি বাংলা ভাষা ও সাহিত্যের সংগ্রামী অভিযাত্রায় তার যুক্ততাও ইতিহাসের পরস্পরাবাহিত। বাংলাদেশ-পর্বের বাস্তবতায় আবদুল হাইয়ের ভূমিকা গৃহীত হয়েছে গভীরতর রাজনৈতিক চেতনার অনুষঙ্গে।
আলোচকরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং মুহম্মদ আবদুল হাই প্রায় সমার্থক। তিনি বৈরী পরিবেশ-পরিস্থিতিতে বাংলা ভাষা-সাহিত্যের ঝাণ্ডা তুলে ধরেছেন। তিনি গবেষক এবং শিক্ষার্থীদের এক স্থায়ী পরম্পরা তৈরি করেছেন, যারা মাতৃভাষা ও নিজস্ব সাহিত্যের উত্থান ও বিকাশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।